ও ময়নার মা আমারে যে ডাক দিলা এই কালা আন্ধার রাইতে!
ঘুমাও ক্যান তয় দেহো না সেই কোন দূর থেইকা চইলা আইছি,
লাল পাইড়া সবুজ শাড়ী বড় বড় লাল টিপ কাচের চুড়ি আনছি,
ঘুমাইবাই যদি দুয়ারে দিয়া খিল তয় ক্যান কইলা বাড়ী আইতে।


গদাই মাঝি ডাইকা কইল ও দাদা এতো রাইতে কেমনে আইলা,
কও দেহি তারে কি কইরা বুঝাই পরাণ পাখী যদি সত্যি ডাহে,
পরাণ কি আর দূর প্রবাসে বত্রিশ শিকের খাঁচায় পইড়া থাহে!
উড়াল দেয় বুইঝলা উড়াল দেয় ইয়া বড় রঙিলা ডানা মেইলা।


অহনও খুলবা না খিল জ্বালাবা না কুপি তয় যাই ফিরা বন্দরে,
মোরগ ডাকলে চোখ মেইলা দুয়ার খুইলা দ্যাখবা চেনা পায়ের ছাপ,
কাউরে পাবা না নজরের ত্রিসীমানায় হু হু কইরা বাড়বে তাপ।
উইড়া যাবে হিজলের ডাল থেইকা হইলদা পঙ্খী আইব না অন্দরে।


অহন ফিরাইয়া দিলে, আর কিন্তু আইব না এমন যহন তহন,
পাষাণে বাইন্দা পরাণ পইড়া রবো বৈদাশে যতই কান্দুক এ মন।
----------------------- --------------------
১৭ই ডিসেম্ববর ২০২০, ২রা পৌষ ১৪২৭, ৩০শে রবিউস সানি ১৪৪২, বৃহস্পতিবার, সকাল:০২:৪৪ মিনিট, (+৬),
Unauthorized use or reproduction for any reasonn is prohibited.