০১.
দু'য়া আশীর্বাদ মনের এক ঐচ্ছিক বাসনা মাত্র,
স্বকীয়তায় সর্বদা বিতার্তিক প্রশ্নের অবতারনা জগতে-
ভাগ্যই নিয়ে যায় প্রত্যেক প্রাণীকে তার গন্তব্যের পথে।

০২.
সমুদ্রের ঢেউয়ের মত অকৃত্রিম ভালোবাসা আছড়ে পড়ে,
বুকের সৈকতে জমা হয় নিটোল সফেন ফেনারাশি,
ও বুঝে না সবাই দু'পায়ে মাড়িয়ে যায় নির্বোধ অহঙ্কারে।

০৩.
এখন সকাল হলেই টের পাই দু'চোখে নোনা জলের প্রপাত,
কারো কাজল ধুয়ে যায় কি না জানা নেই, জানিও না-
বুকের মধ্যে ঢেউয়ের লুটোপুটি ভেঙ্গে নেয় দুই পাড়।

০৪.
বসন্ত এলেই ঋতুর নিয়মে ফুল ফুটে বনে বনে
খুব ভালো করেই জেনে গেছি কিছু গোপন রহস্য
বিরহের আগুনও জ্বলে কারো কারো সুখ পোষা মনে।

০৫.
এভাবে তাকালে ভেতরটা জ্বলে-গলে তোলপাড় হয়,
রূপের আগুনেইতো পোড়ালে পাড়া-পড়শী বারো মাস
কোনদিন মৌসুমী বৃষ্টি হয়েই না হয় দু'এক ফোটা জল দিও।

০৬.
গাছের আড়ালে বা জাহাজের ডেকে ডেকে অন্তরঙ্গতা
কিম্বা সুরক্ষিত কেবিনে নিরাপদ শারিরীক বিকিকিনি
যেন রঙ্গিন ঠোংগায় মুচমুচে সিঙ্গাড়া সমুচার নিলাম।

০৭.
কিছুটা দূরত্ব থাকা ভালো ভালো-মন্দ সময় অসময়ে
খুব বেশী মাখামাখিতে লেবু যেমন তেতো হয়,
দুধ-দধিও টক হয়ে যায়, সম্পর্কে চিড় ধরে অবলীলায়।

০৮.
সারা বাগান জুড়ে এতো যে রঙ্গিন ফুলের সমাহার,
দু'একটা পাপড়ি না হয় দিতে; কি এমন ক্ষতি তাতে
শুকনো ঠোঁট ভিজাও যদি কামমুগ্ধ মুখামৃতে!

০৯.
ভাটায় শুকনো  সৈকত হতাশার বালুতে ঘেরা,
যদি চাও দিতে পারি জোয়ারের প্রবল আলিঙ্গন
বলো ভাসবে কি না নোনা জলে ইচ্ছেখুশী!

১০.
মন চায়, মুখ তা করে না স্বীকার জনমের লাজ-লজ্জায়
আহারে লাজবতী কোমলাঙ্গী ললনা পরাণে পুষে বাসনা
কেমন মরনে মরে নীরব দহনে তবু সে দুয়ার খোলে না!
---------------------- -------------------
১২ ফেব্রুয়ারী ২০২১, শুক্রবার, সকাল:০৭:৫৮ মিনিট,
পশ্চিম রত্না পালং, কোর্টবাজার, উখিয়া, কক্সবাজার।
Unauthorized use or reproduction for any reason is pprohibited.