দৃষ্টি
শ্রী সজীব চন্দ্র খাসকেল 🖋️🖋️


আমি আবেগ দিয়ে পত্র লেখি
গাহি প্রেমের গান


যার রূপের মায়ায় পড়ে আমি
নিজেকে করেছি দান।


সে শুভা শিত বেলি ফুল যাহার গন্ধে ভোমর হয় আকুল
যার ছোঁয়াতে লজ্জা পতিও যেন লজ্জিত হয়
তাহারি পরশে এ মন হয় যেন ব্যকুল।


আমি চাঁদের বুকে দাগ দেখেছি
দেখেছি সতী নারীর ভালোবাসা
আমি সন্তান হারা মায়ের আর্তনাথ দেখেছি
আমি দেখেছি এক নারীর মমতা।


আমি দেখেছি তাঁকে শালিন রুপে
সে যে অদম্য এক সাহসী নারী
প্রয়োজনে সে খড়গ হাতে দেবী দূর্গতীনাশীনি।


ভাবনা গুলো কেন মোদের সাম্যের গান নাহি গায়
তবে কুলষিত মন বিকশিত হবে
হবে অশুভ শক্তির পরাজয়।