হে আগন্তুক
                ✍️✍️ সজীব খাসকেল✍️✍️
হে আগন্তুক তুমি শুনে নাও এ হৃদয়ের বানী


আমি জানিনা এ হৃদয়ের গভীরতা কতখানি


তবে দৃঢ় চিত্তে বলতে পারি বিশেষ এক অনূভুতি ছাড়া তা মাপা যায় না কখনি।


অনূভুতি গুলো এতটাই শুষ্ক যা স্বচ্ছ কাঁচের ন্যায় তন্তু দিয়ে গড়া
যার প্রতিটি কনায় থাকে বিশ্বাসে ভরা


তবে আমি একাগ্র চিত্তে বিশ্বাস করি তুমি সেখানে সেরাদের থেকেও সেরা।


হে আগন্তুক তুমি কি জানো এ হৃদয় কেনো ব্যথিত হয়?


তবে শুনো, অনূভুতি গুলো যখন অবহেলায় পরিনত হয় তখনি এ হৃদয় ব্যথিত হয়


হয়তো তার পরিসমাপ্তি ঘটে  
কাকতালীয় ভাবে


হে আগন্তুক তুমি জেনে রেখো এ হৃদয়টা যে সেরা।


যেখানে তোমার প্রতি ভালোবাসা তিলে তিলে গড়া।