রুচির দূর্ভিক্ষ
শ্রী সজীব চন্দ্র খাসকেল


আমি নগরীর সেই ফুটপাত থেকে দেখছি  


চলার পথের ধনীর দুলালীদের কীর্তি কান্ড দেখে হাসছি।

সে কি মানুষ নাকি জঙ্গলী পশু পার্থক্য দেখি না কবু


আমি শালীনতা খুঁজছি পথে প্রান্তরে


পাচ্ছি তবু পাচ্ছি না ডুবছি দূর্ভিক্ষের সাগরে।


আমি ভাইরালের যুগে বসবাস করছি


ক্যামেরার সামনে অশালীন ভাবে নাচা-নাচি করে


সস্তা পাবলিসিটি কামাই করে নিচ্ছি।


নেটিজেনদের বুলিং গুলো হেসে উড়িয়ে দিচ্ছি


তাতে আমার কি,আমি তো নগরীর বুকে বিশ বাষ্প রোপণ করে আমার স্বার্থ হাঁচিল করে নিচ্ছি।

আমি সেই পূর্ব পুরুষের কথা বলছি


যেখানে অনাহারে দিন কাটতো তবুও শালীনতা
ছিল,নারীর মুখে ঘোমটা ছিল, আমি হারিয়েছি সেই সোনালী দিন গুলো কে।


রুচির দূর্ভিক্ষে ভেসে গেছে সেই সোনালী সমাজ


হারিয়েছে তার সংস্কৃতি, হারিয়েছে  মুখের  ভাষা


ফিরে কি পাবো সেই সোনালী সমাজ বুক ভরা আসা।


রুচিহীন এই মানব সমাজ দূভিক্ষে যে  ভরা


কোথাও শান্তি পাইনা আমি এ হৃদয় ছাড়া।


তবে বিশ্বাস করি আমি কেটে যাবে একদিন এই ঘোর অন্ধকারময় সময়


রক্তিম সূর্য উদিত হবে শালীনতার হবে জয়।