সব দিন আঁধারেতে ঘনায় সূর্য ডুবে গেলে
সব রাত আলোতে ভাসে সূর্যের উদয় হলে,
আঁধার থেকে আলো, আলো থেকে আঁধার
আদি থেকে অন্ত, অন্ত থেকে অন্তহীন
শাশ্বত ঘুর্ণির টানে, এভাবেই ছুটেছে দূর্বার
ক্রমশ নিস্তেজ হয়ে আসা আমার অবসন্ন দিন!
চাঁদমাখা হিমেল রাতের আচ্ছাদিত জ্যোৎস্নায়
হারানো দিনের প্রেতাত্মা এসে স্মৃতির দুয়ারে দাঁড়ায়
কখনো কফিন ছেড়ে বেরিয়ে আসে তৃষ্ণার্ত মন
বিকীর্ণ উত্তাপে আন্দোলিত হয় নিরুত্তাপ জীবন!
দেহের চোখ ক্লান্তিতে বুজে এলে জেগে উঠে
মনের চোখ। অন্তর্ভেদী দৃষ্টির সীমানায় ফুটে
চিরন্তন ছবি যাহার, ইশারায় ডাকে সে আমায়,
"ওপারে নিস্তব্ধ শান্তির দেশে যাবি আয়, চলে আয়!"
                                          
                                            --- খছরুজ্জামান্
                                            ০৯/১০/২০২১ ইং