আশার ছলনে অন্ধ আমি ছুটেছি বন্ধন হারা
            কাঁধে বসে যে রয়েছে মরণ
            সে কথা সদা রহে না স্মরণ
মরু যাযাবর সম চলেছি উন্মাদ রিক্ত সর্বহারা।


কাফেলা বিচ্ছিন্ন হয়ে মজে আছি পান্থশালে
         ছন্নছাড়া দিশেহারা জীবনের রথ
         কী জানি ধরেছে কোন ভ্রান্ত পথ
জড়ায়ে অসার দুর্ভেদ্য মরীচিকার মায়াজালে।


চন্দ্র সূর্য গ্রহ তারা ঘুরিছে বাঁধনহারা ছুঁয়ে যার চরণ
ফেরেশতারা সন্ত্রস্ত সদা রয়েছে মশগুল ইবাদতে,
প্রলয়-সৃষ্টি জীবন-মরণ, যার আদেশে চলে ত্রিভুবন    
সে প্রভুরে ভুলে ভেসেছি অকুলে জাহান্নামের পথে
আঁধার গহীন পথ সঙ্গিন সম্মুখে রয়েছে মৃত্যুর ফাঁস
ক্ষুদ্র এ জীবনে ব্যথাতুর মনে সাজে না ভ্রান্তিবিলাস!
                                      
                                      ---- খছরুজ্জামান্