দিগন্ত জুড়ে ধূসর পরিবর্তন,
প্রলয়ের তান্ডবে সবকিছু একাকার
প্রযুক্তির পেষনে হৃদয়-মনিকোঠা চৌচির,
সন্তান লালনে নিঃশেষিত মা বাবা,
শান্তি খুঁজে বৃদ্ধাশ্রমের সঘন অন্ধকারে,
তবুও সমারূঢ়, কালের যাত্রী
        আমরা ভালো আছি!
                সত্যি ভালো আছি?


কালস্রোতে বদলে গেছে সবকিছু,
বেহালা বাদনে সুখ নেই তাই
আগুন জ্বালিয়ে চিরাং, বাক্সায়,
রাজপাটে আজকের নিরুরা
নিজেদের বেতন বাড়ায়!
দ্রব্যমূল্যের আগুনে জনারন্য পুড়ে ছাই
দুঃসহ দুর্গম তপ্ত চরাচরে  
তবুও সমারূঢ়, কালের যাত্রী
        আমরা ভালো আছি!
                  সত্যি ভালো আছি?


ললনা যৌবন লুঠায় নৈশক্লাবে, রাজপথে,
বিশ্বায়নের নোনাজলে প্লাবিত গ্রাম শহর
মাতৃগর্ভে শঙ্কিত শিশু, বিপন্ন কুলায়!
সাম্প্রদায়িক কর্ষনে উর্বর মানব-জমি
প্রহর গোনে বীজের অপেক্ষায়।
ধর্ষিত বিবেক আর লাঞ্ছিত চেতনায়
তবুও সমারূঢ়, কালের যাত্রী
             আমরা ভালো আছি!
                  সত্যি ভালো আছি?


                                           ---- খছরুজ্জামান্