অবশেষে থাকে না কিছুই
সবুজ শস্যের ঢেউ, ফুলের মিছিল
রোদের মিঠে ঘ্রাণ, মক্তবের সহপাঠ নিয়ম শিথিল...
ভোরের পিঠার ভাঁজ
‘রসের কলসী’ হাঁক
ঘুম ঘুম হিম ‍হিম শীতের আমেজ
বেঘোরে হারিয়ে যায় পুকুরের ঘাটকূলে
ননদ-ভাবীর খলবল গল্পের তেজ।


অকালে ফাগুনের বনবাস
ঠায় চৈত্রের তাজ
মিষ্টি দাদুর হাঁড়ি কাড়ে হিংসা চালবাজ
ধীরে ধীরে ভেঙে পড়ে কলসী খাঁজ-কাটা জানালার শিক
মা-বোনের আদর ছোটে দিক ও বিদিক্‌


বাবা-ভায়ের কেনা ফিতা নাকফুল
বৈশাখী মেলার বাঁশী, আমের কাটাল
দাইমার নরম কোল,
ডেকে নেয়া ঘন বেনুবন
খালি পায়ে হাঁটাহাঁটি নিকনো উঠোন


শিশুর ছড়াপাঠ গল্পের আসরে সদম্ভে থামে
সদ্যফেরা মরুর বাতাস
জখম দুঃখের ভারে বদ্ধ হুতাশ
ভারী নেকাব ঢাকে ধরণীর মন ও আকাশ
চারদিক ঘিরে থাকে মহাপ্রলয়
বেদুঈন ক্রোধের পাপ ঘন হয়
মোছে আলোর বলয়...