উড়াল
💚
ভেজা জ্যোৎস্না হয়ে শরীরে সাঁতার
গলে গলে পড়ি আগুনের উদগম
প্রণয় পারদ লিখে
কুমারী রাত্রির বুকে যৌথ-কাব্যনামা...
সম্পর্কের আকাশ যেন  শামিয়ানা
বোধের অহম কাঞ্চনজঙ্ঘা      
ঠোঁটে বয়ে যাওয়া পার্বতী ঢেউ
বুকে মরমিয়া একতারা
মুখে অহমিয়া বিভা
কর্মের উরাল পর্বত ডিঙিয়ে
পাহাড়ি ফুলের মৌনতা
হৃদয়ের বন্দরে বালির বিরিশিরি  
দৃষ্টি আয়নায় নিবিষ্ট অভিধান।
হে আলোর পাশবালিশ
শিমুলের ওম  
চড়াই-উতরাই সহ্যগাথা
তরঙ্গের অভিলাষ আর
মুঠোফোন অভিসার...
কোন ব্যবধান নয় কাঁটাতার
সামাজিক ঢাকঢোল
ধর্মের ত্রিকোণ চোখ
হাড়ের কথিকা-
উপহাস কেবল উপহাস...


আত্মপক্ষ
❤️
ভেঙে ভেঙে  ছড়িয়ে দিচ্ছো হে- মহাপৃথিবী
জীবন এক অলৌকিক বিগলন।
আমি আছি  আমার মতোই দিক সমুন্নত...
কৃষ্ণপক্ষ হয়েও আলোকভিসারী,
হিরক মুদ্রিত অন্তর
ওকে ধারণ করা যাবে না...
অনুভূতি অমলিন
ঝর্ণা জলের মতো
বাতাসের অন্তরে দ্রবিভূত মহৌষধ...
পথের আয়ুর অঙ্কনে সৃজিত হবে পথ।
দিগন্তের মতো স্পষ্ট ও স্পষ্টহীন
দরিদ্রতার মতোই দগ্ধ ও দগ্ধহীন...
পুঞ্জীভূত প্রেম
দহন ও দাহ্যের আকরখনি
আঙুলে শেওলার ঘ্রাণ
রোদ ও বৃষ্টি আরোহণ...
...
ভষ্ম
💙
প্রতিদিন খুন হয়ে যাই
প্রতিদিন জন্ম নিই নতুন জীবন
তুমিহীন এ জীবন ডানাভাঙা রোদ,
নদীর গভীরে থাকি নয় নিজেই এক নদী আবহমান...
মাটি আর বালিতে মাখামাখি জীবনের স্বাদ
আঙুলে শব্দের জমি
রক্তাক্ষরে চাষ দিই ফসলের  বরাভয়
কাল কেটে চিত্র আঁকি লুপ্ত অবসর।
চোখের পাতায় ঝড়
দহন দিঘিতে খেলাঘর
প্রতিদিন আলোড়ন
প্রতিক্ষণ সূক্ষ্ণতর অনুভবে লীন।
তুমিহীন এ জীবন ভষ্মসম,
ভষ্ম থেকে উঠে এসে  ভষ্মে বিলীন...


আতর
🧡
তুই উড়িস মেঘের অনঙ্গ বেশে
হাওয়ায় হাওয়ায় অনার্য পুরুষ।
রূপালি তারার সাথে ঝিনুকচমক রাতগাথা জেগে...
কৌতুকের উর্বর কটিদেশে হাত রেখে
রাতের নিবিড়ে আবেশিত ডুবুরি শালিক
খুঁটে খুঁটে খায় জলের বর্ণিল।
তোর ঠোঁট, আবেশিত চোখ আন্দোলনের আবীর মেখে
ভার্সুয়ালের প্রান্ত প্রদেশে শিশিরের সুর।
প্রেমের স্পর্শের  মতো ভোর
জানালার ওপাশে কাশ্মীরি চিত্রকল্প  
পথ খুঁজে পায় নিবিড় চিত্রলেখা-
প্রেমে প্রদোষে প্রাকৃত সময়।
ভাবুক দৃশ্যালোক, অলক্ত শোক
কোথাও জমানো ঘাস,
ফড়িংয়ের বিহ্বলতা
আঘোরী অভিসার।
বহমান ঊর্মিমালা
জানালার কাচে জমা বৃষ্টির আরক।
তুই কমল হাওয়ার রাত
কলমীলতা হাসি,
বাতাসের খোপা খুলে উড়াস আতর।


বন্ধন
💜
কলাপাতা চামরের মতো তোর আদরে জমাট
বরফ ঝরঝর করে ঝরে যাচ্ছে...
তোর নাকে ফুটে উঠা হিরক ঘামবিন্দুর মতো
আলো ছড়ায় উজ্জ্বল দিনমণি
মেঘবতী ঘুম ভেঙে উড়তে শুরু করলে
ফুলের রাজ্যে প্রজাপতি বসতি গড়ে...
হাজার বছর ধরে অনন্ত সুরে গাইছে পাতারা
মুগ্ধ ঢেউয়ের হরফ বুনছে কৈয়া বিলের লাল শাপলা...
হে প্রেম হে অক্ষত শব্দের মঞ্জুরি
হে প্রথম অক্ষরের রঞ্জিত রাগিণী
অধর নিকুঞ্জে বাঁধো
রাশি রাশি কল্পরাগ
বয়ে চলো রাধা ও রাই বিনোদিনী
ফুলেশ্বরীর দুকূল ছাপিয়ে ভাঙছে বাঁধভাঙা অভিমান...
বৃষ্টির স্রোতে অনাদিকালের অনুরাগ মিলেমিশে  
ফলবতী হবে শস্যের আবাস...
চুপ করে থাকা ভুলগুলো আড়মোড়া ভাঙে
প্রস্তর যুগের বোহেমিয়ান বিক্ষেপ
আর প্রাকৃত লিখনি
গুহার দেয়ালে দেয়ালে লেখা হোক সরফগাথা
যৌবনের অমিয় স্তূতি।