বাঁচার আয়োজন
খাতুনে জান্নাত
...
বাঁচার  জন্য যে ক’টি প্রায়োগিক শব্দ
তার লকলকে জিহ্বে রাখি  সরলরৈখিক ইচ্ছা
উঠে আসে ঘাসবিচালি, মাটি, প্রবাহিত নদী;
রক্তাক্ত নাভী, পেশী, শিশ্ন, যোনিকেশ...
জোড়া আকাশ খুলে যেতে থাকে
বাতাস কেটে কেটে চলে ইচ্ছার পঙ্গপাল
দেয়ালে, কার্নিশে ঝুলে থাকা মৃত টিকটিকি
টেনে নিতে থাকে পিঁপড়ের দল।
নিজেকে সংস্থাপন করি পিঁপড়ের সাথে--
নির্বিকার জ্যান্তব!