শূন্যতার শিস
খাতুনে জান্নাত
..............
মায়া নয় কায়া নয় অস্থির ধোঁয়াশা ছায়া
সুর- লয়-তাল ঠিক নয় ছেঁড়া ছেঁড়া বাজছে সরোদ
অহরাত
মনের মিনারে  দোয়েলের আদরের তান
মুঠোতে ধানের ঘ্রাণ, সরিষা, কলাই
খৈয়া পাতা, থানকুনি. গন্ধভাদাল
কাদাপানি গড়াগড়ি, জল সেচা দোনে মাখামাখি খেলার বয়স...


মাছরাঙা বিল আর ডাহুকির স্বর
পাখির বাসায় ছানা তুলতুল মায়াবী দরদ...
বেতবনে বেত ফল নাই আর
বৌচি খেলুড়ে দল খেলা রেখে যায় চৈতালি হাওয়ায়
ডাংগুলি ফেলে খেলে ক্রিকেটের টিম...
বাজারের উঁচা দরের কাহিনি স্বরগ্রাম
কার আগে কে যাবে ছুট ছুট ছুট...
গ্রামের ভিটায় চকচকে শহরের স্থাপত্য দারুণ
সীমানায় দেয়াল চড়ে,
চট করে কেন যাবে পড়শীর ঘর!
কাঁচা রাস্তার মাটি পাকা গড়গড় মড়মড় যন্ত্র-দানব...
গ্রাম ফেলে পরবাসি বোন
সৌদির কাঁটাতারে রাখে সংসার, জীবন
“এ মৃত্যু কিছুই নয়’’-- আরো আছে--
কত গুনে নেবে লাশ!
জীবনের চার ধারে পোতা হয় কাঁটাওয়ালা বাঁশ..


বাঁশ তলে বাঁশ পাতা শিশিরের মতো
জলের স্রোতের টানে উঠে আসে কৈ,পুঁটি
উদের শরীর ধোয়া গুঁড়িপানা জল
ব্যাঙের পোনার জলকেলি
হোগলার বনে তড়িৎ লুকায় শেয়াল
নরেন মুচির হাত পাকতে থাকে পুরনো জুতা সেলাইয়ে
কুমোর পাড়ার মাটি জোগাতে হিমসিম দুটো ডালভাত
টেক্সটাইলের লভ্যতায় জিম্মা থাকে চরকা ও তাঁত
ছুতার বোনে একা একা নকশাদার আলমারির ছাঁচ
আঙিনার খেলা ফেলে শিশু উড়ে আকাশী হাওয়ায়


জীবন খুলে যায় জীবনের মুঠো থেকে
প্রকৃতির গহনে ছাড়া ছাড়া ব্যথার দহন অহর্নিশ....