বেলা অবেলা
খাতুনে জান্নাত
........................
বহুদিন কোথাও যাই না
নদীর ধারে  বেড়াবার পিলসুজ ইচ্ছাটাকে উস্‌কে দিও না
ওখানে খরস্রোতা ঢেউ বইছে  
স্রোতের মাস্তুলে তীরভাঙা নাদ
জলের গভীরে লঞ্চ-ডোবা ক্রন্দন
কার শোক ব'য়ে ব'য়ে কাটে কার বেলা!


কোথাও যেতে মানা আছে
স্মৃতির জাবর কেটে উড়ে যায় মহুয়া মলয়
কোথাও ঘুণে ধরা ফুল
ঢোল কলমী ইচ্ছে অসুখ
বড় ত্রাসে হাসাহাসি  বার বার হাতধোয়া দিনরাত...
তবু মৃত লোক লাইনে দাঁড়ায়!


কতদিন তুমিও আসো না
ডাক হরকরা বিদায় নিয়েছে ঢের আগে
পুরনো চিঠির পাঠে থাকে মৃগচোখ
গাঁট-বাঁধা ছিল শতকোটি ছায়াপথ
ঝড় কে ভেঙে দিয়েছি তো কতবার
তবু ভয়  খিল মেরে সাথে থাকে...