বিন্যাস
খাতুনে জান্নাত
...
হারাতে দেবো না, হারতেও নয়
এ যন্ত্রায়নীয় দ্যুতি ও বিন্যাস
আবেগের উজ্জয়িনী স্পর্শ করা অনুভূতির উপ্ত রোয়াকে
দাঁড়িয়েছে সাক্ষর সময়ের সপ্তডিঙি
তোমাকে ছুঁয়েছি কেবল
হে সুর ও আকাশগঙ্গা, নাক্ষত্রিক বৈঠক
কালের অধর চুমে যাওয়া সম্পর্ক স্বরলিপি
জাগুক নবরূপতায় পুরনো হিসাবের ঢোল ও তরঙ্গ
বাজুক মৃদঙ্গ ও শাঁকের সজ্জিত রূপায়ণ
বাঁচার জন্য চাই ফসলের ঢেউ ও পরাগ
জীবনের অধর চুমুক চুমুক পান করুক বেহালার মিড়
অমনিবাস জুড়ে কালহরণকারী কালকেতু
কৃষ্ণগহ্বরে গঠিত হোক অজস্র বসন্তবায়ু