দ্রোহের সাম্পান
খাতুনে জান্নাত
..........
ভাতশূন্য থালায় কিছু শব্দগুটি
দলন, পেষন, লেহন,
আঙুলগুলো অনিচ্ছার খুনি...


বাতাসের বেদনার কোঁকানো শুনি না আমরা
ছুরিতে জীবহত্যার উন্মাদনাই গৃহীত
মরুভূমিতে বৃক্ষের ফসিল নিয়ে মাথা ঘামায় কোন নৃতাত্ত্বিক!


ধর্ষিতার কাতর কান্নার মতো পড়ে থাকে অযাচিত সম্পর্কের রেশ;
দিনায়নিক ত্রুটি
মুছে ফেল করুণার দাগ
ভগ্ন সংসারে  ‍তুমিই বা কেন বাজাতে চাও গৃহীর আবাদ!
সব মিলনই বিরহের নিমিত্তে হয়
সীমাহীনতায় ভেসে যেতে থাকে দ্রোহের সাম্পান...