একাত্তর
খাতুনে জান্নাত
..........................
একাত্তর মানে পাঠের প্রথম ধাপ
মনের গহনে লালন করা পঙক্তি
একাত্তর মানে জীবনের পালতোলা স্পন্দন
জেগে উঠার নিমিত্তে একাত্মতা--
এই ধর হাতে হাত কণ্ঠে শ্লোগান
ভেঙে ফেল বিভেদের ভারবাহী শৃঙ্খল
একাত্তর মানে-
ভেঙে পড়া, লুটিয়ে পড়া জংধরা ইতিবৃত্ত,
আলোহীন অলস সমাচার
একাত্তর মানেই সংগ্রাম
প্রতিদিন
অন্ধত্ব আর অন্ধকারের পিঁচুটি
বন্ধ করে দিতে চায় চোখ
একাত্তর মানে চোখ খোলা রাখো, অন্তঃচোখও
বাবুই বুননে গড় দেশ, গ্রন্থিত কর ইতিহাস ও স্বপ্ন।
একাত্তর মানে ভালোবাসা
অঞ্জুলিতে তুলে নাও মানুষের ইচ্ছার ফসল।
একাত্তর মানে মুক্তি
একাত্তর মানে মুক্তি
একাত্তর মানে মুক্তি
....
Ekattor (Seventy-one)
Khatune Jannat
..........................
Ekattar means the first step of the lesson
A cherished verse in the depths of the mind
Ekattar means the sailing vibration of life
Unity to wake up--
Hold this hand in hand and slogans
Break the burden chain of division
Ekattar means-
The history of the broken, plundered Jandhara,
Lightless lazy things
Ekattar means struggle every day
Blindness and the pinch of darkness--wants to close eyes
Ekattar means keep your eyes open, your inner eyes too
Babui buildness make country,
compiled history and dreams.
Ekattar means love
Pick up the harvest of human desire
Ekattar means freedom
Ekattar means freedom
Ekattar means freedom...