ফাল্গুন
খাতুনে জান্নাত
....
ফাল্গুন এসেছে হেসেছে
শীতের লাশের উপর বাজছে পাতার গিটার
সরিয়ে রাখি উপেক্ষার  বিষলক্ষ্যা ছুরি...
শব্দেরা নিঃশব্দে ছিল কিছুকাল
বেদনার গুটিকয়েক স্মৃতির স্তবক
নীরব প্রার্থনা
অলিন্দে সরগম
শরীরে শরীরের ধোঁয়া
শরীরে আগুন
নিঃশ্বাসে নিঃশব্দে নিয়ন বাতির ঝলক
আঙুলে স্পর্শের গান
তারা হয়ে ওঠা রাতের বিহ্বরে পেঁচার নিয়ুম.
একদিন সবই থাকে
একদিন নাই হয়ে যায়!
ভোর যেন পাতাকুড়ুনী মেয়ে,
ভোর যেন স্বর্ণলতিকার বনে উঁকি দেয়া রক্তিম শিমুল
চেয়ে থাকে, চেয়ে চেয়ে দেখে অনাদিকালের কুহক
আদ্যন্ত কালের ভুল...
.