ফনিমনসায় ঢাকা ভোরের রেণু কথা


বীথিকা ডাল সরিয়ে ছড়িয়ে দিচ্ছিল উষা। রোদের কাচে প্রগল্‌ভ সূর্যটা ফেটে পড়ছিল চৌকোনা ছাদের যৌথ টেবিলে। কোথা থেকে বইলে পবন দেব! মারিজুয়ানার স্রোতে ভেসে গেল অপেক্ষার মনিকাঞ্চন। সারারাত কাঁচ-কাটা হিরার কৌটো যোগ করে স্মৃতির মেদুরতা। দূরে অপেক্ষার সাইরেন । লোটাকম্বল সমেত পথ আটকাতে চায় সাহারার ফনিমনসার বন...
ছুটছি আমরা ছুটছে আমাদের আশালতা নদীর তীরবর্তী হাওরের ইতিহাস। কতকাল আগে রাজন্যবর্গের মাথা খুলে পড়েছিল বাঘের পাকস্থলীতে আর বুনো মহিষেরা তেড়ে আসছিল শস্যক্ষেতের আড়াল থেকে। হাওরের জলে মানুষ ও মহিষ। আশালতার শাখায় তৈরি হচ্ছিল সমুদ্র-গুহা। জীবিত সমাধিতে রাজার শত শত দেহামোদি সমেত...
হাঙ্গর শিকারি তুমি ইতিহাস কাঁধে নিয়ে মুখ থুবড়ে পড়লে বৃষ্টির পথ রেখায়--হাওরের ওখানটায়--