হিরামনি
খাতুনে জান্নাত
..................
সবুজ স্বপ্নগুলো কুঁড়ি বাঁধছে কেবল
হিরামনি তোমাকে খুঁজছে মা।
তুমি কী ফুলের বাতাসে ভাসছ?
তুমি দল প্রহরের দলের মতো সুরময়
কৈয়াবিলের মাছের ঝাঁকে স্রোতের উচ্ছ্বাস
ওরা কারা কীট
ওদের জন্ম দেয় কতিপয় মা যারা প্রতিদিন মরে
হিরামনি তোমাকে খুঁজছে বাংলাদেশ
তুমি মিশে গেছো ঝুম বৃষ্টি ঝড়ে
তুমি কী কণ্ঠে ধরেছিলে উজান ডাঙার গান!
এত বেশি স্বপ্নাতুর হতে হয়!
তোমার স্বপ্ন দক্ষিণ রাজ্য ভেদে সৌরমণ্ডল পার হয়ে গেল...
তুমি বেষ্টিত সাগরের ধ্যানে মাঝি মল্লার রাগ
‘তুমি আলোক’- আলোর বড় প্রয়োজন মাগো
হিরামনি তুমি মা
এ পৃথিবী দলিত মায়েরাই টিকিয়ে রেখেছে...




(লক্ষীপুরের গোপীনাথপুর গ্রামের মেয়ে ধর্ষিত ও মৃত স্কুল-ছাত্রী)