আঙুলের আভা চিনতে চিনতে সকালগুলো গড়িয়ে গড়িয়ে ভোর হয়ে যায়।


বৈশাখ গুজরাতে গুজরাতে চৈত্রের খরায় পোড়ে।


বেদনা, ঘনায়মান উষ্মা থেকে আবির ছেকে নিতে নিতে জীবন পৌঁছে যায় ফুলস্টপে


টেবিলে চায়ের বাষ্প, সিগারেটের ছাই।


কিটেরা মিলেমিশে গুছিয়ে নেয় সংসার।


এরই ফাঁকে কেউ কেউ লিখে ফেলে অগনিত প্রেমপদ্য।


রাতের নিস্তব্ধতা ভেদ করে পাহারাদারের সতর্কিত হুইসেল
অথচ চুরি হয়ে যায় প্রতিদিনের  মনিমুক্তোগুলো।


কারও কারও মতো আমরা টুপিতে ঢেকে রাখি  অন্ধকার ও যাবতীয় সন্তাপ