কবির প্রয়াণ


(কবি দেলোয়ার হোসেন মঞ্জু স্মরণ)
......................................................


বিদায় এ নশ্বরতা মালঞ্চের স্বর
পাশ্চাত্য মেঘের স্তূপ ধবল আস্তিন
ছেঁড়া বাতাস আর নিক্ষিপ্ততার চিৎকার
আক্রান্ত নদীতে ধোয়া শস্যের আবাস


বেদনার দাবানলে শব্দের সুরতহাল
ভোরের বাগানে সহস্রাব্দের কঙ্কর ও শিলা
পাথরে পাথর ঠুকে কৈলাশের স্তব্ধতায়
কর্কটেরা কেটে রাখে কবির কাফেলা…


ঝরে কাশফুল কেউ ডাকেনি উঠোনের পাশে
মধ্যরাতের ধ্বনি বিদীর্ণ করে কার অগস্ত্য যাত্রা!
ভগ্নতার কান্না জুড়ে কবিতার অগ্রন্থিত পাঠ...
অব্যবহৃত  রাতের নীরবতা জুড়ে আবেগের লাশ!


এখনো ছাড়েনি জাহাজ নোঙরের ইতিউতি
তুমি কেন আধা রাতে জলের জারক
প্রতিধ্বনি ফিরে আসে বেদনার চৌহদ্দি কাঁপিয়ে
কবির প্রয়াণ কাঁধে বন্ধুর মক্তব!