কবিতার ঘ্রাণ
খাতুনে জান্নাতে
............................
গুড় ও মুড়ির মতো বুকের ওড়নায় বেঁধে কবিতাকে চুরি করে কোন এক বাউল বালিকা। বৈশাখের পড়ন্ত দুপুরে অশ্বত্থ ছায়ায় বাউল বালকের সাথে ভাগাভাগি করে। কবিতার ঘ্রাণে কেঁপে ওঠে বনভূমি। ফুলে ফুলে হিন্দোলিত আদিঅন্ত বাতাস। কুজনে কুঞ্জে গুঞ্জরণে মেতে উঠে নীরব বিকেল। আর বালক বালিকা মত্ত হয়-প্রথম ভ্রূণ সৃষ্টির উন্মাদনায়।