মিলনোৎসব
খাতুনে জান্নাত
...................................


মোশীকে প্রতিসরণ কাচে ধরে আলোকরশ্মি সহযোগে আগর পোড়ানো যাক
ধোয়ার কুণ্ডলী থেকে বেছে নেয়া যাক নিঃশেষিত নির্যাস।
রাধাকৃষ্ণ প্রেম লহরী মরিয়মের গর্ভে ফোঁটা ফোঁটা
গৌতম বুদ্ধের তপস্যার আলো মিশে যায় প্রভাতের অরুণিমা
যীশুর উদ্বাহু পায়রার উড্ডয়ন
দশটি দিকের আলনায় মিলনের উজ্জ্বল পালক
মোহাম্মদ ধ্যানের গুহায় চিরায়ত সুখদুঃখের ব্যঞ্জন
মরুর চিবুকে ব্যাপ্ত বালুকায় টুকটাক জলের লিখন
গুরু দুয়ারার শ্লোকধ্বনি ছোঁয় বাতাস বেদন...
বনের মঞ্জরী করে মুহুর্মুহুঃ আলোক সঞ্চারী
পাখির সুরে দিগন্ত প্রসারী
পৃথিবী স্তবকে এবার ব’য়ে যাক ঋতুমতী উষ্ণ ধারা
দিকে দিকে চাষ ফসলের অঙ্কুরোদ্গম,
দিকে দিকে ফসলের গান মানবতার সঙ্গম...