পাতা ঝরার চমক
খাতুনে জান্নাত
......


পাতা ঝরার শব্দে তুমি চমকে চাইলে
যেন বা শুনতে পাও পুরনো দিনের স্পন্দন
যখন স্পর্শ করেছিল সকাল সন্ধ্যা


চিরহরিৎ বনের পাশ দিয়ে বেঁকে যাওয়া রাস্তায়
কয়েকটি থেমে যাওয়া মুহূর্ত ও তো
আঁজলা ভরে রাখে মুহূর্ত কাল;


তোমার পিঠের কাছে জমানো ব্যথা
শরীরে প্রাগৈতিহাসিক ছায়া ও ইঁদুরের কঙ্কাল
তুমি কেটে যাচ্ছ আবহমান সুতো
শুধু নোঙ্গরে জমা হয় গুটিকয় মুহূর্তের
চমকে ওঠা বার্তা…