অবশ নিকষ-কালো ঘুমহীন রাত
গ্রীষ্মের অবাধ্য মাছি- একই ভাবনা ঘুরে ফিরে আসে--


মাঝে মাঝে ভল্লা বারো হাত শিং
ফুটায় সূক্ষ্ম ক্ষতে গোপন গরজে


বেদনার ঘন ঘায়ে নিরবে সরবে কাতরাই,
স্বান্তনা শব্দ গুনি দুহাতে তাড়াই


গভীর গোপন-কিছু লুকনো কোথাও;
হাতড়ে বেড়াই বৃষ্টি জলে হারানো নাকফুলের মতো
কাপড়ের কোঁচে তুলি অবিরত অশ্রুধারা
চেতনে অচেতনে আগ-পিচ চলার মহড়া...


এভাবেই কাটে অধিক রাত্রি
ঘেঁটে ঘেঁটে হেঁটে হেঁটে অনন্ত অক্ষর ...