রোদ মুক্তি পাক
খাতুনে জান্নাত
.......
নারাই ক্ষেতে শুয়েছিল পুরনো কথন
গাঢ় কুয়াশা লিখে রাখছে কোনো
রোয়াওঠা উঠোনে চাঁদের আনন্দ বাগধারা
তোমার সময় পেরিয়ে এসেছি বহু আগে
তুমি সময়ের আগে দৌড়াতে চেয়েছো
সময় এখন আমার জানালায় টগর হয়ে উঁকি মারে,
ঝিঙে ডালে ফিঙে হয়ে হাসে।
কলাই ক্ষেতের পাশ দিয়ে দোল খাওয়া তমাল ছায়া...
ঝরা সোনালু বিছানো পথে আমাদের চলাচল
যে ছায়ারেখা টেনেছিল
সেখানে খুনসুঁটি করছে কয়েকটি শালিক
'রোদ মুক্তি পাক' ভেসে আসে মাঠের দিক থেকে
চড়ুই জীবন নিয়ে কে বাঁচতে চায় অসম বণ্টনে!