দিনান্তে দেখা হলে’ বই থেকে তিনটি কবিতা
......................................
১.
শাশ্বত শব্দ
খাতুনে জান্নাত
...................
শাশ্বত শব্দেরা ঘোরে
টেবিল টুলে তাকে
উত্তপ্ত উনুন আঁচে
বিছানা বালিশে
চৌচির চৌকাঠ ঘিরে
চায়ের চুমুকে
নিয়ন নালিশে...


হৃৎপিণ্ড রগ নখে
রক্তরসে রাগিণীতে
নিয়ত নিঃশ্বাসে
শাশ্বত শব্দেরা ডোবে
লঘুগুরু বিরল বিশ্বাসে


প্রতিদিন প্রাণবাহি
পকেটের পাটে
শাড়ির ন্যাপথালিনে
সাজানো শোকেস
আর মলিন মাহফিলে
শাশ্বত শব্দেরা হাঁটে


অভিনয় অমৃত মাদকে
ঝলসে জলসাঘর
ঘাঘরা ঘুঙুটে
আরশির আতশকাচ
মরুর মলাটে
শাশ্বত শব্দেরা টলে...


..................
২.
ফাগুনীয় ক্যানভাস
............................
তৃষার কল্লোলে উড়ায়ে বাদাম
প্রহরের প্রথম রোদের অপেক্ষা
যে কটি ভোর কুয়াশা কফিন থেকে নেমে মুখ তোলে
দ্বিধার আঁচড়ে সহস্র প্রশ্ন-মুখো হতে হয়;


সুরের আকরে নম্র নববধু--
যে প্রেমবোধ শুষ্ক প্রাণে উকি দেয়
বাকহীন আসামীর মতো ঠায় দাঁড়ায়
বিবেকের কাঠগড়ায়


সময় কেটে রাখে নিজের হিসাব থেকে ভাগের উপরি--
প্রতাপী জমিদার
ভুলের সাম্রাজ্যে তুলির ঘষামাজা
কালো রঙ ঢাকতে চায় ফাগুনীয় ক্যানভাস...


৩.
হয়তো ফিরবো


নিরবে পাতব প্রাণ ভোরের বিভায়
ডাহুকের ডাকে কিংবা বাতাসের বানে
তুলে দেব গন্ধরাজ হৃদয় শরীর


পরীক্ষাপাশের আশায় রাতজাগা
কেরোসিন কুপির সলতে
ডুবে ভেসে ফিরে পেতে আগুয়ানী শ্লোক।


তারপিনের মালিশ হবো বিশ্বাসের ঘুণে
বিশুদ্ধ জলের শ্বাসে মূর্ত
নিঃশ্বাসের নিয়ম ঘূর্ণনে


দেহোপজীবির শরীরের ভাঁজে ফিরে হবো
লোলুপ জিহ্বে শুদ্ধ জীবন বটিকা
বয়ে যাব মগজে দেরাজে
সন্ত্রাসীর উত্তোলিত অস্ত্রের রুটিনে
ফিরে পাবো সন্ত্রাস হটানো মিছিলে...
সাম্রাজ্যবাদী বেদীর কোরকে বয়ে মানবতা গীত
নিয়ে যাব মননের উৎকর্ষ ফাল্গুনে


হয়তো ফিরব
ন্যায্যমূল্য ফিরে পাওয়া কৃষাণীর হাসিমুখ,
টাকার থলিতে
সর্বোস্বান্ত জেলেনীর বুনে তোলা জালের সুতায়
বুনব প্রাণের বীজ ঘুরে ঘুরে অন্তলীন চেতনার উদ্যানে... See Less