শিশুকাল


শিশুকাল হেঁটে আসে জীবনের প্রাজ্ঞ পায়ে পায়ে
কোথাও ঘুমের দেশ শুয়ে থাকে নিঝুম আকাশে
কোথাও শ্রাবণ কাঁদে কোথাও
ফাগুন
কলমিলতার ঘ্রাণে ডোবে ছুঁয়ে থাকা জলপাই বন...


ভোরের কুজনে কত মাখামাখি চৈত্র দুপুর
পুকুরের ঘাটে বসে কথা কয় জীবন নূপুর
স্নেহের কোলাকুলি, পরাণের বাটোয়ারা
ঢেঁকির তালে তালে বোল তুলে গাঁয়ের গীতিকা


সন্ধ্যা-বাতি ঝিকমিক পাঠকাঠি বেড়া
কোথাও লুকিয়ে থাকে
প্রেম-ছল হলাহল আড়চোখ ছায়া
বিরহের ভায়োলিন ভাগাভাগি চিহ্ন, যতি চোটে
এ ঘরের চন্দ্রিমা ও ঘরে
আলো দিতে ছোটে...


ভাঙাচোরা পথ লিখে সময়ের দীর্ঘ আয়ুকাল
কলি-ফুল পাতার সংসার
পাশাপাশি পদ্ম-হাসি জারুল বিকেল


রূপশালী ধান আর রূপকথার নাও
এখানেই হেলেদুলে উড়ে যায় বাতাসের স্বর
আমাদের খুশিগুলো পুঁতে রাখে মাটির মন্তর
ঐতিহ্যের মহীমায় হাত বাড়ায় উড়ানী পাথর
এখানেই জেগে থাকে হাজার বছর