শীত
খাতুনে জান্নাত
...............................


শিশিরের মদে ভিজে যাওয়া মাঘ
নগরীর কার্নিশে কার্নিশে ঝুলিয়ে দেয়
হীমের অর্গান
হিটারের আমন্ত্রণে কোরাশ করে নগর সভ্যতা
গ্যাসের চুলার ঘন আগুনে তাপিত রাসায়নিক অবয়ব...
কে যেন কানে কানে বলে যায় শীতদেশের গীতিকাব্য


গ্রাম সে তো ডুবে থাকে শীত পাড়ায়
কুয়াশার ঘোলা কাঁচে নিদারুণ অস্পষ্টতায়
বৃক্ষ ও কাতর ফসল
নাড়া আর ঝরা পাতার পোড়নে পোড়ে ঘাসের ঘ্নাণালয়
তুষের মালসায় আগুন-তাপ
রোদ পোহায় বিহানবেলার উঠোন
উষ্ণতার আশা বাড়ে উষ্ণ হাতের স্পর্শ পেতে
শীতপাথর দিনের নামতায়


হীমের বন্দনায় ভীড় করে বন্দনাপ্রিয় মানুষ...