স্নিগ্ধতা
খাতুনে জান্নাত
............


তুমি আলো, আলোর চেয়ে যা বড় হয় তাও
সীমানা ডিঙিয়ে চলা অসীমতার দিকে


ভোরবেলার পদ্মফুলে শিশির দেখেছো
টলটলে দিঘিজলে ঝলমল প্রতিবিম্ব


নিঃসীমতার মাঝে প্রিয় স্পর্শের শিহরণ
মন্দাক্রান্তা ভোর
ভাবের ভৈরবী


হারিয়ে ফেলা প্রিয় দিনগুলো জমিয়ে রাখে হাহাকার
আরোহী স্পর্শের আকাঙ্ক্ষা তারও চেয়ে বেশি
যদি বল ভাষাহীনের শরীরের ভঙ্গিমা
ভাব প্রকাশের আকিঞ্চন...
ফসলের ঢেউ হয়ে যাওয়া বাতাসের কারুকাজ
শরীরের রোমে রোমে কিশোর-কিশোরী যেমন ব’য়ে বেড়ায়
নতুনতর বিস্ময়


আবিস্কারের আনন্দে বিজ্ঞানীর ইউরেকা


স্তব্ধ পাহাড় বিশালতা ছোঁয়া শূন্যতার ওপারে আগ্রহের ডাক
বালির পাহাড়ে মুক্ত হাঁসেরা খোঁজে বসতির অনুসন্ধান
পরস্পরের বোঝাপড়া


স্নিগ্ধতা তুমি
প্রাত্যাহিকতার করিডোরে দিনাতিপাতের সরল সংযোজন...