সূর্য সন্তান
খাতুনে জান্নাত
..................


আমাদের সূর্য সন্তান-
আমাদের অযোগ্যতা ও দুঃখের ভুল শোধিত করতো
নিশুতি প্রকৃতি হ’য়ে।
আমরা হতাম শুদ্ধ পরিস্নাত আলোমুখী।
ওরা তাঁদের হত্যা করে নির্মম।


আজো ভালোবাসি;
ভালোবাসি তাদের পথ-পাশে ঘাস, বনবীথি, কাঁটালতা,
পাথর বালি ও কঙ্কর কণিকা।
শোকের ঘরের দোয়াত-কাগজ-কলম
চশমার খোল, অপারেশন টেবিল, চিকিৎসা সরঞ্জাম।


চোখের অসুখ সারাতে যে চোখ নিবেদিত আজীবন
ওরা উপড়ে নেয় সেই দু’টি চোখ।
কাটে হৃদয় যে সংগ্রামরত
অপরের প্রাণে দিতে শুদ্ধ স্পন্দন।
যে আঙ্গুল প্রতিদিন অত্যুজ্জ্বল হয়ে ওঠবার কথা লিখে
ওরা কাটে সে আঙ্গুল, হাত, কব্জি, বাহুমূল।
সুর স্রষ্টার সুর থামায় পরিকল্পিত নীল নকশায়।
সূর্য সন্তানের ছড়ানো ছিটানো মস্তক, খণ্ডবিখণ্ড দেহ,
আলো-ছড়ানো হৃৎপিণ্ডে ভরে যায়
দুঃখিনী বাংলার এঁদোডোবা খানা-খন্দ, পতিতভূমি
অন্ধকার ছেয়ে থাকে স্বাধীন বাংলার আকাশে অনন্তকাল...


ক্ষমা করিনি আমরা
যারা স্বাধীনতারোধী চক্রান্তের শরিক।
ক্ষমা করিনি আমরা ওদের এবং সহযোগীদের
রাতের আঁধারে যে হাত রাখে অমানবিক।
দূষিত প্রজন্ম মহামানব বধে উন্মত্ত--
আমরা ওদের ঘৃণা করি এবং ঘৃণাই করি!