টেমস পারের কাব্য
খাতুনে জান্নাত
..........................


টেমসের সফেদ ঢেউ লিখে রাখে
ঠোঁট স্থাপনের উদ্দাম উত্তাপ
একইভাবে যে ঠোঁট চুষে নেয় অগুনতি ঠোঁট,
একভাবে ভাঙাগড়া অগুনতি হৃদয়।
টেমস পাড়ে জীবনের মেলা বসে
রঙহারা জীবন থামে রুপালি আসরে
ছুঁয়ে দিতে মরু মনে জলজ আরাম।
এখানে নগর সভ্যতা নত হয়
ভাঙা-খেলা, প্রতিযোগিতার ঘরে ঘরে
পৌঁছে দিতে প্রেমের সময়।
টেমসের বাতাস হেঁটে যায় শূন্য থেকে সুদূরে
পূর্ণ করে দিতে প্রগাঢ় শূন্যতা...