উড়ো ডানার অক্ষর
খাতুনে জান্নাত
.................
বিকেলের আলো পড়তেই ইচ্ছে জাগে-
নিয়মিত ভিড়ে
আসুক অচেনা কোনো ডাক, ডাক-নামে--
নির্ধারিত ডাকবাক্সে।


নাই থাক
প্রণয়ের উদাত্ত আহ্বান
প্রিয়তমা সম্বোধন অবতরণিকা...
অন্তত খোঁজ নিক
যাপিত দিনাতিপাত
ঝড়,জল,কুয়াশা,ফাগুন
ঘেঁটে ঘেঁটে
প্রত্যাশা-প্রাপ্তি প্রান্ত হেঁটে
উদাস শিশির মাখা হৃদি-বন
প্রেরকের নামধামহীন উড়োচিঠি...
নিস্পলক দেখে নেব আগ্রহের শতভাগে
যুথবদ্ধ আকাঙ্ক্ষা অনির্বাণ...
হেঁটে যাবো ফেলে আসা জংলা সিঁড়ি
বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকা
জীবনের বারোমাসি;
বাজিয়ে নেবো হারানো ধুন্দুল-খোল
কাড়াকাড়ি লেনদেন কলকাকলি...


লাজুক লাজুক ঢেউ
আবেগের উপ্ত জলসায়
জড়তা-বাঁধ ভেঙে শুদ্ধতা ছেঁকে
ঋদ্ধ করার দাবি রেখে চায় পেতে
উড়ুউড়ু ডানার অক্ষর।