প্রেম বলিয়া কিচ্ছু তো নাই
সবই অনাসৃষ্টি,
তাই তো অামি ফিরাইয়াছি
ওইদিক হইতে দৃষ্টি!
ভুল করিয়াও পড়ি না অার
কোনো নারীর ফাঁদে,
অার কাঁদিতে পারিবো না
মনের অবসাদে ।
কাহার অাশায় পথ চাহিয়া
ফুরাই অামি বেলা,
অামার অনুভূতিকে যে
করে অবহেলা?
অামার চোখের জল যে জনায়
দলিয়া যায় সাথে?
একটিবারও তাকায় না যে
ফিরিয়াও পশ্চাতে?
মন বলিয়া কিচ্ছু তো নাই
সাক্ষাৎ যেন রাক্ষসী,
জীবন লইয়া খেলা করে
খুনে পারদর্শী!
মায়াজালে বাঁধিয়া সে
করিলো অামায় খুন,
নিত্য জ্বলে বুকের মাঝে
তুষের ভাঁপে অাগুন ।
প্রেম তোমাকে সালাম জানাই
চিরদিনের মত,
অার মরিতে চাহিনা যে
হইয়া পদানত ।
--------------------
সূত্র- ভালুকা, ময়মনসিংহ
৭ চৈত্র ১৪২২ বঙ্গাব্দ