জীবন আমার এমন কেন?
পাইনা খুঁজে কূল,
ভালো কিছু করতে গেলেও
হয়ে যায় সব ভুল।


কেমন যেন জীবন আমার
কিছুই বুঝে পাই না,
ছোট বেলার থেকেই এমন
কভূ যে সুখ পাইনা।


করতে গিয়ে সুখের খোঁজ
পাইনা যে তা খুঁজে,
দুঃখটাকেই সঙ্গে নিলাম
কি জানি কি বুঝে।


তবু আমি বলে বেড়াই
ভালো আছি বেশ,
কেউ বুঝেনা দুঃখ আমার
জীবনটাকে করছে শেষ।


বুঝার মতো মানুষ আমি
পাইনি খুঁজে ধরাতে,
হয়তো সবাই বুঝবে সেদিন
আমার মৃত্যু যাত্রাতে।


সেদিন বুঝে সবাই যখন
খুঁজে আমায় বেড়াবে,
তখন আমি অনেক দুরে
সবাই আমায় হারাবে।