চলো সাথী আমার দুটি হাত ধরে,
মিলন গরব আমরা  আজ এই আসরে
তোমার আমার প্রেমের বাসরে ।
আঁধারে জ্বলবে  বাতি ঘরে
দেখবো তোমায় ঠিক ; এলে পরে ,
দেখবো  দুজন তারা ভরা রাতের আঁধার ,
দেখেছিলাম যে স্বপ্ন ঘর বাঁধার ।


দিয়েছ মনে যে ব্যথার আচর ,
কেমনে করি তোমার সাথে বাসর ।
ভুলে যাওয়া সব স্মৃতি ছড়া
তোমায় দেখে শূন্য মন হয়ে যায় ভরা ।
ফুল বনের কুসুম ফুলেরা আজ
ভালবাসতে তোমায় ভীষণ  না- রাজ


-সমাপ্ত-


তারিখ : ৯-২-১৯৯৯ইং