স্কুলে লেখা পড়া নাই যুগে আজ,
প্রেম খেলা করে হয়-প্রেমিক রংবাজ ।
এভাবে শেষ হয় স্কুলের দিনকাল ,
বার্থতায় কেটে যায় রাত্রি সকাল ।
কলেজে এসেই করে প্রেম প্রীতি ,
বার্থতায়  ডাকাত হয় করে রাজনীতি ।


রাস্তায় বহু লোক করিয়া ছিনতাই,
দূর হতে এসে বলে কি হয়েছে ভাই ?
ব্যবসায় লোকসান লাভ নেই তাতে ,
অল্প অর্জনে হয়না কিছু-ভরেনা পেট ভাতে ।


গাড়ীতে লোকজন অসংখ্য যাত্রী ,
তার মাঝে করে প্রেম স্কুলের ছাত্রী ।
চুপি চুপি বলে তারা দেখা হবে পার্কে ,
বেলা গড়িয়ে সন্ধ্যা হলে এসো... সখি আজকে ।


-সমাপ্ত-


তারিখ. -১৪/০২/১৯৯৯ ইং ।