উৎসর্গ : ( সুবর্ণাকে )
*******************************


তুমি এমন কিছু কথা বল
যে কথা শুনে আমার চোখে আসে জল,
তুমি এমন কিছু ভাষার গাছ বুনো
যে গাছে ফলে আমার কষ্ট নামের ফল ।

তুমি এমন কিছু আচারণ করো
যেটা বিন্দু মাত্র তোমার কাছে,
তুমি এমন ভাবে ব্যথা দাও
যা না সয় আমি নামের আমার গাছে ।


তুমি এমন একটি শব্দ বল
যে শব্দটি আমি শুনতে চাইনা,
তুমি তোমার অতীত টেনে আনো বারবার
যা কখনও আমি জানতে চাইনা ।


তুমি আমায় এমন করে কষ্ট দাও
যেন আমি তোমার থেকে সরে যাই দূরে,
তুমি আমায় এমন ভাবে ব্যথা দাও
যেন আমার অন্তর নীরবে যায়  পুড়ে ।


তুমি আমায় এমন ভাবে ঘৃণা করো
যেন  আমি তোমার বড় শত্রু সব থেকে,
যখন তখন চেষ্টা করো নিতে আমার প্রাণ
যখন তখন আমার কথাতে যাও বেঁকে ।


আমি যে কেঁদেছি কাল সারারাত
ভেবেছি এ আমার কার সাথে হলো দেখা,
আমি যে স্রষ্টাকে মনে প্রাণে বিশ্বাস করি
হয়তো বা, আমার কপালে তোমাকেই ছিল লেখা ।


ভালবাসি তোমায় চিরদিন ভালবাসবো তোমায়
ভেবোনা আমি তোমাকে সে কারণে বিন্দুমাত্র কষ্ট দেবো  
দেবো আমার কষ্টের সামান্যতম কিছুটা ভাগ,
তুমি দিও ব্যথা দিও কষ্ট এ দেহে প্রাণ আছে যতো দিন
আমার প্রতি তোমার যে ঘৃণা;সে ঘৃণাতে এ হৃদয়ে এঁকে দিও তুমি
শুকনো নদীর মতো কষ্ট নামের আরো….অনেক হাজারটা  দাগ ।



-সমাপ্ত-
তারিখ: ২০/১১/২০১৪ ইং