(উৎসর্গঃ সুবর্ণাকে)
*******************************


তোমার ভুলে তুমি আমার তরে বসে আছো
হাজার মানুষের সামনে তোমার চোখে জল,
শেষ না হতেই শেষ কথা তুমি গেলে চলে
তোমার চোখে ওটা নাকি তারই ফল ।


খালি খালি কেন তুমি কাঁদো
এমন প্রশ্ন করেছি আমি তোমার কাছে ,
আমার কষ্টের কথা আমি কাউকে বলিনা
মনে আমার কতো যে ব্যথা আছে ।


আমি উপস্থিত হতেই তোমার কান্না
আর চোখে জল দিগুণ বেড়ে যায়,
চারেদিকে মানুষ আর মানুষ
লোকে কি বলবে এমন প্রশ্ন আমার এসে যায় ।


কে কি বলে তা আমি জানিনা;তা নিয়ে ভাবিনা
অন্যের মতো পারিনা আমি মনের কথা বলতে,
এটাই আমার সমস্যা সবার মতো আমি নই
সবার মতো পারিও না আমি পথ চলতে ।

তোমার মনের কষ্টের কথাগুলো আমায় খুলে বলো?
তুমি তখন দিলে আমায় গাল
আমি বললাম এবার আমি ভাঙ্গবো গাছের ডাল
মারবো বাড়ি মাথায়- পথটা সঠিক চলো  ।



-সমাপ্ত-


তারিখ ঃ  ১৬/০১/২০১৫ ইং ।