ব্রাজিলের দুর্গম জঙ্গলে জন্ম নেয়া শিশু এলো
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে!
ফুটপাতে দাঁড়িয়ে থাকা শিশুর সাথে
তাঁর প্রথম পরিচয়,
জঙ্গলের শিশু জঙ্গলী নিয়মে
ফুটপাতের শিশু ফুটপাতী নিয়মে
বিনিময় হলো শুভেচ্ছা।


ফুটপাতের শিশুর কাছে জঙ্গলের শিশু জানতে চাইলো স্বাধীনতার মানে—
ফুটপাতের শিশু বললো...
স্বাধীনতা মানে
ডিজিটাল অ্যাক্ট; মানুষ মারার ফাঁদ
স্বাধীনতা মানে
কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর নীরব প্রতিবাদ।
স্বাধীনতা মানে
ফাহাদের মায়ের বুক থাপড়ানো, অঝোরে ঝরা অশ্রু।
স্বাধীনতা মানে
সিরাজের যৌন পিপাসায়
জলন্ত আগুনে দগ্ধ হওয়া নুসরাতের দেহ।
স্বাধীনতা মানে
টাকা খাওয়ার নেশায় শোষক নেতার উদাম চিৎকার।
স্বাধীনতা মানে
প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণি;
শ্রেণী ভিত্তিক সম্মান ভাগ করে খাওয়া।
স্বাধীনতা মানে
খেটে খাওয়া মানুষের নির্ঘুম রাত্রি।
স্বাধীনতা মানে
আমাদের বন্ধুনামক হায়েনার হাতে,
জিম্মি করে রাখা রক্তে কেনা এক মহা সম্পদ।


জঙ্গলের শিশু অবাক!
তোমরা এটাকে উদযাপন করছো?
হ্যাঁ! এটা আমরা গর্বের সাথে উদযাপন করি।
জঙ্গলের শিশু দৌড়ায়;
ফুটপাতের শিশু জিগ্যেস করে দৌড়াচ্ছ কেন?
আমি ভুলবশত জঙ্গলে চলে এলাম এখানে অসংখ্য হিংস্র পশুর ভিড়
নিরাপদ আশ্রয়ের জন্য মানবিক অজগর ও ন্যায়পরায়ণ সিংহের দেশে ফিরছি।

২১ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ
মিয়াখাননগর, চট্টগ্রাম