আব্বার কবর
 
কোদালগুলো কুপিয়ে চলেছে
চারিদিকে শুধুই মাটির স্তুপ
সবাই বলে, আরো আরো নীচে
বানাও সুগভীর এক কূপ।
 
সাথী এক বৃদ্ধের গভীর ভাবনা,
আমাকেও এত নীচে হবে যেতে?
মরেও কী ভীষণ যাতনা
ভুগবো, সবার মন রাখতে!
 
এই বার সবাই হয় সম্মত,
কফিনটা নামায় সাবধানে
বেঁচে থেকে করেছে বিব্রত
এবার বুঝবে কত চাল কত ধানে!
 
অদূরে পাথরের উপর বসে সবার
অলক্ষ্যে, ভাবে দশ বছরের ছেলে,
বেইমানগুলো সব, আমার আব্বার
কফিন নিয়ে অকারণ খেলা খেলে।
 
দেখে নিও, আব্বা কবরের উপর
বিশাল এক গাছ হয়ে জন্মাবে,
দূর দূরান্ত থেকে এসে সব ভ্রমর,
প্রাণভরে সুমিষ্ট পুষ্পমধু খাবে।
 
আমি নিশ্চিত, আল্লা মেহেরবান
গুনাহগারের দুরাশা করবে খান খান।


#পঙ্কজ কুমার চ্যাটার্জি।


সুপ্রভাত।
🌵🌵