অধরা প্রেম


আমি তোমাকে প্রেমে বাঁধতে পারবো না,
পারব না প্রেম দিয়ে ছুঁতে...


আমি ভরদুপুরে শহরের অলিগলি বেড়াই ঘুরে
একের পর এক কতগুলি নিঃস্ব, অসহায় মানুষ
আমার দিকে চেয়ে থাকে, আমার অনেক দূরে
থেকেও ওরা কিছু বলতে চায়।
আমি পারি না মুখ ফিরিয়ে নিতে,
হৃদয়ের জানালা খুলে দিই,
ওদের দুঃখগুলো হৃদয়ে জমা হয়।


একসময় সন্ধ্যা নেমে আসে,
সূর্য অস্ত যায় বিদ্যাসাগর সেতুর কোনটাতে
স্বার্থপরের মত, একরাশ দুঃখ আমার বুকে চাপিয়ে।
এই সময় তুমি যদি পাশে থাকতে,
হৃদয় থেকে সামান্য দুঃখ খুঁটে নিয়ে
তা দিয়ে তোমাকে ছুঁতাম,
হয়তো কাছে টেনে নিতাম।


আমি প্রেম দিয়ে ছুঁতে চাই না।


#পঙ্কজ কুমার চ্যাটার্জি।