অকারণ


পুরনো বাড়ি ভাঙছে, গড়বে নতুন বাড়ি
নদীর পাড় ভাঙছে, অন্য পাড় গড়বে
এমন করেই চলে এসেছে যুগের পর যুগ
সভ্যতা প্রকৃতিকে মানে না, মানে নি কোনদিন
নিজের লোভে জঙ্গল করেছে সাফ
নিজের ভোগের কথা ভেবেছে, বিচিত্র হুজুগ।


সভ্য মানুষ সম্পর্কের দেয় না কোন মূল্য
ভাঙুক, গড়ুক- কিছু এসে যায় না তার
ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ, পুত্র পিতাকে করে না মান্য
এক দেশ তার পাশের দেশকে করে শত্রু
সম্পর্ক গড়ার কথা ভাবে, মানুষ অতি সামান্য।


আঙুলগুলো ভাঙে, ভাঙে হাঁটুর মালাইচাকি
বুকের আগুনে জ্বালায় কার যজ্ঞবেদি?
সম্পর্ক সে ভেঙে দিয়েছে, কে তাকে করবে বারণ?
নতুন ঘর গড়ার কথা সে ভাবেনি কোনদিন
সময় নষ্ট করে নিজের সব কিছু ভেঙে চলেছে
নেশাগ্রস্ত রোগীর মতন, অকারণ, অকারণ, অকারণ।


#পঙ্কজ কুমার চ্যাটার্জি।


সুপ্রভাত।
🍂🍂