অক্ষম কবি
 
আমি আধুনিক
তাই কাগজ-কলমে লিখি না,
চোখ আর মন থাকে কম্পিউটারের পর্দায়
টাইপের স্পীড খুব ভালো, মনেরও তাই।
কবিতা লিখতে বসে মনে ঝড় বইতে থাকে।
কি- বোর্ডের উপর আঙুল চালিয়ে
ঝড়ের চাপ কমাই।
শেষ করে, ইঁদুর কম্পমান কারসারকে
বুলিয়ে নিয়ে যায় প্রথম থেকে শেষ।
ডিলিট আর ব্যাকস্পেস বোতাম টিপে
ঠিক করে নিই।
কবিতার পাতা ভরলেও মন ভরে না।
কাগজের উপর কালি দিয়ে লেখা
কাটাকুটি করা খসড়া না হলে
কি পাণ্ডুলিপি হয়?
আমার পাণ্ডুলিপি হয়
কয়েক পাতা এ ফোর মাপের ছাপা কাগজ।
পরিষ্কার ছিমছাম।
তোমাদের কোনদিন কাটাকুটি করা
নান্দনিক পাণ্ডুলিপি দিতে পারবো না।
অক্ষম কবি আমি ক্ষমাপ্রার্থী।