আমায় ভাসাইলি রে...


বদর মিয়াঁ বলাগড় থেকে
নতুন নৌকা কিনে
বৈঠাতে গাঁদার মালা পরিয়ে
ভাসাল ইছামতীর জলে।


জানতো না পাটাতনের
দুটো কাঠের মাঝে সূক্ষ্ম চিড়
মিস্ত্রিও জানতো না
সব কি জানা সম্ভব?


আজ সঙ্গে পাঁচ বছরের ছেলে,
মাঝ দরিয়াতে জাল ফেলে
সেই দিকে তাকিয়ে বদর
ছেলেটা গা ঘেঁষে বসে
বদরের পায়ে হঠাৎ
জলের ছোয়া লাগে, চমকে ওঠে।
কোমর থেকে গামছা খুলে
ফাঁক বোঁজানোর চেষ্টা করে।
জল কিছুটা কমে।
বদর দেরী না করে
তীরে ফিরে আসে।


ছেলে কোলে করে বাড়ি ফেরে।


বৌ বলে, ছেলেটাই অপয়া,
সারাদিন আমাকে জ্বালায়,
একদিন পেয়ে তোমাকেও জ্বালালো।


বদর বলে, একরত্তি ছেলে,
যার জ্ঞানবুদ্ধি হয়নি
তাকে তুমি অপয়া বললে?


তোমার মনে পড়ে নতুন নৌকো কিনলে
আমি গাইতাম,
“আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলিরে”
আজ সেই গানটা গাইতে ভুলে গেছিলাম।