আমার বয়স ৭০। কিন্তু কবি 'আমি'র বয়স মাত্র ৪ মাস। তাই আমি এখনো শিক্ষানবিশ। আমি নিজেকে কবি মনে করি না। আমার এই শিক্ষানবিশি পর্বে কবিতা পড়ে মন্তব্য দেবেন। তা না হলে আমার কবিতে উত্তরণ হবে না। আর আমি একটু এক্সপেরিমেন্ট করতে ভালবাসি। সেই কারণে সমালোচনা বিশেষ প্রয়োজন।


সুপ্রভাত।


(১)
বর্ণবিদ্বেষ


আমার রঙ কালো
তোমার শাদা,
আমি খেটে মরি
তুমি লোটো ফায়দা।
আমার রক্ত লাল
তোমারও তাই,
তবু মনে পৃথক,
সংশয় নাই।
আমার মৃত্যু চাও?
তাই হবে,
একটু সময় দাও,
আঁধার নামবে।
কেউ বুঝবে না
কে মরলো,
চোখে পড়বে না
সাদা না কালো।


(২)
পাঁচ আঙুলের সংসার


চুপটি করে শোন অপোগণ্ড,
হাতের পাঁচ আঙুলের কর্মকাণ্ড।
বুড়ো আঙুল বয়সেই বুড়ো,
বুদ্ধিতে নয়-
আগ মার্কার মত টিপ ছাপ দিয়েই
নিশ্চিন্ত রয়।
তর্জনী বড্ড বেয়াড়া-
কথায় কথায় নিজেকে দেখিয়ে
ধমকে বেড়ায় সারা পাড়া।
তুই কি মোজেস-
যে তোর হেলনে সাগর হয়ে যাবে ভাগ?
মধ্যমা খুব আবেগপ্রবণ-
এর অভাবে কিভাবে হতো
কপালে কাজলের টিপ পড়িয়ে
মায়ের হাতে সন্তানের বিপদতারণ?
আর অনামিকাঃ
চিরকাল মধুর সম্পর্ক গড়ে,
সাত পাকের বন্ধনে।
পড়ে রইল অভাগা কড়ে,
ঘি তুলতেও সে না জানে।
কেমন হল কূটকচালি,
পাঁচ আঙুলের পদাবলি?