ভিত পুজো
 
সেদিন গভীর রাতে শহরে
অনেক জায়গায় আগুন লেগেছিল
তুলনায় দমকলবাহিনী অপ্রতুল
শেষ রাতে অশোকগড়ের বস্তিতে
দমকলের গাড়ি গেছিল।
সব প্রায় ছাই। সাপের মত
পাইপগুলো ছড়িয়ে দিয়েছিল।
কোথাও একফোঁটা জল নেই,
দু’ঘন্টা পড়ে যখন আগুন নিভে গেল,
দমকলের ড্রাইভার পুরুতের মত
ঘন্টা বাজিয়ে দিল আর তার
জলের বোতল থেকে কিছুটা জল
ছড়িয়ে দিল ছাইয়ের উপর,
শান্তির জলের মত।
 
হয়তো একসাথে হয়ে গেল
বহুতল বাড়ির ভিত পুজো।
 
#পঙ্কজ কুমার চ্যাটার্জি।


সুপ্রভাত।
🍂🌹