ব্যর্থ বিপ্লব


সন্ধ্যা হতেই মোবাইল বন্ধ
একটু একটু করে শুরু করেছি লেখা
লাগছে না খুব একটা মন্দ
চিঠির উত্তরেই হবে তোমাকে দেখা।


আজ আমি হয়েছি প্রাচীন
চলে গেছি ফার্স্ট ইয়ারের দিনগুলিতে
টিফিনের কলেজ ক্যান্টিন
কলেজ পালিয়েছি ম্যাটিনি শো দেখতে।


প্রথম লাইন করেছি শেষ
পরের লাইন থুতনিতে দিয়ে হাত
চলছে কত ভাবনার রেশ
অনভ্যাসের ফল, হবে অনেক রাত।


অনেক কষ্টে দ্বিতীয় লাইনটা
শেষ করে পাশের জানালা দিই খুলে
মালগাড়ির মতো আমার মনটা
খুশি মতো ধীরে ধীরে এগিয়ে চলে।


সেই ঈশপের গল্প মনে পড়ে
ধীরগতি কচ্ছপের কাছে হারে খরগোস
তবুও মনের রোখটা বাড়ে
বিপ্লবই স্থির, করবো না কোন আপোশ।


রাত দশটায় আধখানা লেখা
চিঠি দেখে বিরক্ত হই, পাই না আশা
ভাগ্যে নেই বিপ্লবের মুখ দেখা
আমি কখনো হতে পারি কামাল পাশা?