দোঁহের স্বর্গ
 
আটপৌরে গড়ন
ঠমকিত চলন
তুমিই আমার মিতা, তুমিই আমার প্রিয়া
অঞ্জনা নদীতীরে
মধুমাথা সমীরে
বাঁধবো স্বপ্নের ঘর, বসাব সেখানে হিয়া।
অঙ্গনে ফুলভরা
হিজল পাতা-বেড়া
শুনবো ভ্রমর-গুঞ্জন, শিশির ভেজা চোখে
ট্রাক্টরে আমি বসে
দেখবে তুমি হেসে
ফলবে সোনালী ধান, আশা ভরা স্বপ্ন-সুখে।
তোমার দু’টি হাতে
সবজি হবে খেতে
দুটি পেটের চাহিদা, মিটে যাবে হেসে খেলে
দু’চোখ টলটল
মিলনের ফসল
একদিন দুলে দুলে, দাঁড়াবে খেতের আলে।


#পঙ্কজ কুমার চ্যাটার্জি।


সুপ্রভাত।
💐🌵