ঘোর কলি
 
অনেক ঘুরেছি পাহাড়ের পথে,
অনেক পথ হারিয়েছি জঙ্গল আর সাগরে যেতে,
হারিয়ে গিয়েছে পথের বিস্ময়
এখন পথের ধারে শুধু মৃত্যু, শূন্যতা, ভয়।
দেহরক্ষীর হাতে পথের নিরাপত্তা,
সে তো ভিআইপিদের
সাধারণ মানুষ পথেই হয় বেপাত্তা,
খোঁজ হয় না কখনো তাদের।
 
অসংখ্য পথ থেকেও আজ মানুষ চলে গেছে দূরে,
ঘুষ, খুন, ধর্ষণ, অকারণ গ্রেপ্তার দিনে দুপুরে,
অতর্কিত হামলার জন্য সন্ত্রাসবাদীরা ঘাপটি মারে,
পথ থেকেও মানুষ আজ একান্ত পথহারা,
ধন, সম্পদ, অট্টালিকার মধ্যে দিশেহারা।
 
আন্তর্জালের পথে মানুষের দিকে
এগিয়ে আসে লক্ষ লক্ষ কালো হাত
অজান্তে একদিন টিপে ধরবে কণ্ঠনালি
আন্তর্জালের পথে হবে অকাল অন্তর্জালি।
 
একটা কথা পরিষ্কার হয়ে গেছে আজ
কলিযুগে বেঁচে থাকা বড্ড কঠিন কাজ।